সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

শুভসাহা, বিশেষ প্রতিনিধি

কেন্দ্রীয় সাধু সংঘে প্রধানমন্ত্রী’র ডিজি, টাঙ্গাইল ডিসি এবং ইউএনও

শুভসাহা, বিশেষ প্রতিনিধিঃ
২৪ জানুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ | 86
কেন্দ্রীয় সাধু সংঘে প্রধানমন্ত্রী’র ডিজি, টাঙ্গাইল ডিসি এবং ইউএনও
২৪ জানুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ | 86

শুভসাহা, বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলে কালিহাতীর বাগুটিয়াতে কেন্দ্রীয় সাধু সংঘের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জানুয়ারী২১,২২এবং ২৩মোট তিন দিন ব‍্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার(২৩জানুয়ারি)রাত: ৭•৪৫ মিনিটে বাগুটিয়ার খিলদা উচ্চ বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরিমোহন পালের সভাপতিত্বে সুসম্পন্ন হয়েছে।

মেলার তৃতীয় এবং শেষ দিনে কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(ডিজি) ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রধান উপদেষ্টা এবং রাবেয়া রহমতুল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি
মো.শহিদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক(ডিসি) মো.কায়ছারুল ইসলাম।

এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. শাহাদাত হুসেইন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) মো. সিফাত বিন সাদেক।

এছাড়াও ওই অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম,কেন্দ্রীয় সাধু সংঘের সহ-সভাপতি মো:রেজাউল করিম তালুকদার,জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক:সাংবাদিক শুভ সাহা,
‌জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য:সাংবাদিক রেজাউল করিম,কালিহাতী প্রেসক্লাবের যুগ্মসাধারণসম্পাদক:সাংবাদিক
মনির হোসেন,রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের কোষাধ‍্যক্ষ মো.আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক ফাতেমা নওরীন মেরী,
দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ,সাংবাদিক বিপ্লব কুমার সরকার,বাংড়া সাবেক ইউপি সদস্য ও বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.মোখলেসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দগন উপস্থিত ছিলেন।

তাছাড়াও,দেশ বরেন্দ্র শিল্পীদের মধ্যে অন্যতম বাউল সম্রাট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল ইউনিটের সভাপতি শফি মন্ডল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির লালন গবেষক সরদার হীরক রাজা,শিল্পী সাইদুল আলম রুবেল,কেন্দ্রীয় সাধু সংঘের সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লিজু বাউলা এবং সাংস্কৃতিক জোটের সভাপতি আল কামাল হোসেন রতন সহ অনেকই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সারারাত ব্যাপী দেশ সেরা শিল্পীদের কন্ঠে লালন সংগীত পরিবেশন করা হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।