বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী

জলঢাকায় ফেনসিডিল সহ একটি ট্রাক জব্দঃ গ্রেফতার ২

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী
২৪ জানুয়ারি, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ | 50
জলঢাকায় ফেনসিডিল সহ একটি ট্রাক জব্দঃ গ্রেফতার ২
২৪ জানুয়ারি, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ | 50

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে জলঢাকা থানার অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০১(একটি) পাথর বোঝাইকৃত ট্রাক ফেনসিডিল বহনের সময় আসামী ১/মোহাম্মদ কারিমুল ইসলাম (৩২) পিতা- আওলাদ হোসেন গ্রাম :দক্ষিণ গড্ডিমারী ২/আসামী মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩০) পিতা মোঃ- রমজান হোসেন গ্রামঃ-মধ্য ধুপনি গুড্ডি মারি সকালের থানা- হাতীবান্ধা জেলা- লালমনিরহাট দয় কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালে তাদের দেখানো মতে ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে থাকা দুইটি চটের বস্তায় মোট ২০০ (দুইশত)বোতল ফেনসিডিল উদ্ধার এবং ট্রাকটি বড়ঘাট এলাকা হইতে জব্দ করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং ১৩ তারিখ ২৪/১/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৬(১) সারনীর ১৪(গ)/৪১. রুজু করা হয়।

error: Content is protected !!