শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

জন্ম আমার ধন্য মসদই গ্রামে আমার জন্ম: কাজী ইউসুফ

দৈনিক দ্বীনের আলোঃ
১৬ জানুয়ারি, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ | 93
জন্ম আমার ধন্য মসদই গ্রামে আমার জন্ম: কাজী ইউসুফ
১৬ জানুয়ারি, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ | 93

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ

বিসমিল্লাহির রহমানির রহিম।  প্রিয় মসদই গ্রাম বাসি আল্লাহর  দরবারে  লাখ কুটি  শুকরিয়া যে মহান আল্লাহ তায়ালা  এমন একটি ঐতিহ্য বাহী  গ্রামে জন্ম দিয়েছেন।  আমি  শ্রদ্ধারসাথে  স্বরণ করছি ঐ  সকল ব্যক্তি দের যাহাদের  সফলতার বহু দুর পযর্ন্ত  ছরিয়ে রয়েছে।  আমি  সন্মানের সহিত  স্বরণ করছি  প্রয়াত স্বনামধন্য  প্রধান  শিক্ষক জনাব নজরুল ইসলাম খান  স্যারের  কথা। স্বরণ করছি  আমার আপনার সকলের  শিক্ষায় হাতে খড়ি দেয়া স্যার  প্রয়াত সোহরাব  উদ্দিন  খান সাহেবের  কথা। প্রয়াত আব্দুস  ছালাম স্যারকে যাহার অবদান সম্পূর্ণ  গ্রামকে স্বরণ করিয়ে দেয়। স্বরণ করছি  মৃত  লালমোহন স্যার ও বাবু সন্তোষ কুমার  স্যারকে। আমি  স্বরণ করছি  একজন শিক্ষানুরাগী একজন মহান  মানুষকে তিনি প্রয়াত জজ ডাক্তার  সাহেবকে।  এ গ্রামে অনেক গুণী জন ছিলেন,  প্রয়াত চান খান সাহেব,বদিয়ার রহমান খান সাহেব, আ: ওয়াহাব খান মুন্সী  সাহেব, সারেং  মাজম আলী  খান সাহেব,  শামছুদ্দোহা খান সাহেব, বায়েজিদ আলী খান সাহেব, নবছের আলী খান সাহেব, সারেং  দানেজ আলী খান সাহেব, আব্দুল  বাছেত খান সাহেব প্রমুখ।  যাহাদের সুশাসনের বদৌলতে  মসদই গ্রামটি এতো ঐতিহ্যের  দাবিদার। আমি তাঁদের  আত্নার শান্তি কামনা করছি।  এই গ্রামে অনেক  কৃতি সন্তানের  জন্ম হয়েছে যাদের মধ্যে  ইন্জিনিয়ার আমিনুর রহমান  লস্কর  সাহেব  চিপইন্জি  স ও জ। ইঞ্জিনিয়ার  মিজানুর রহমান খান।  ইন্জিনিয়ার  মো: সাফিউল হুদা খান সাহেব,  ডি আর আর ও জনাব আবু জাফর খান সাহেব।  প্রয়াত  ন্যাশনাল  ব্যাংকের৷ এম ডি  শামছুল হুদা খান সাহেব। প্রয়াত মেজর  মোরাদ আলী খান সাহেব। বর্তমান  বাংলাদেশ  সরকারের  মাননীয়  সচিব  জনাব মো: সোলেমান  খান সাহেব।  বাংলাদেশ  ব্যাংকের যুগ্ম পরিচালক  জনাব মো: দেলোয়ার হোসেন খান সাহেব।  জনাব মো: নুরুল ইসলাম খান সাহেব  ডিপুটি  কন্ট্রোলার রাজশাহী  শিক্ষা  বোর্ড।  প্রয়াত বিশিষ্ট  নাট্য  শিল্পী  ও নাট্যকার  খালেদ খান যুব রাজ।  ঢাকা জেলা আওয়ামী লীগের  সন্মানিত  সদস্য  জনাব  মনিরুল ইসলাম  কবির  যার সাংস্কৃতিক  মনোভাব এবং  ধর্মীয়  অনুপেরনায় দেশ বরেণ্য  মাওলানাদের সমান্বে ধর্মীয়  অনুষ্ঠান  এবং  সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে  ইতোমধ্যে  গ্রামটির পরিচিতি  উত্তর  উত্তর  বৃদ্ধি  পাচ্ছে।  জনাব মোবারক উল্লা খান (টয়) মসদই  জনকল্যাণ  সংঘের সভাপতি  এবং  তার একদল  স্বেচ্ছাসেবক  তরুণ দের নিয়ে  গ্রামের  বিভিন্ন  উন্নয়ন  মূলক কাজ করে যাচ্ছেন।  ইউপি সদস্য  জনাব টিপু সুলতান  খান সাহেব  তার ঐকান্তিক  পরিশ্রমে  গ্রামের  বিভিন্ন উন্নয়ন  সহ দুস্ত অসহায় মানুষ গুলো  সরকারের  দেয় সকল অনুদান  সুষ্ঠুভাবে  পাচ্ছেন।  সাবেক ইউপি সদস্য জনাব  কহিনুর ইসলাম খান সাহেব  গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সবসময় সক্রিয়  আছেন।  গ্রামের  ১৫/২০ জন সোনার ছেলে যারা ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে  গ্রামের  সুনাম  বহুগুণে বাড়িয়ে  দিয়েছেন। ডজন খানেক  প্রবাসী  যাহার আমেরিকা  সহ বিভিন্ন  উন্নত  রাষ্ট্রে চাকরি  ও ব্যবসায় করে গ্রাম  ও দেশে গৌরব  বৃদ্ধি  করছেন। সরকারি  বিভিন্ন  পদে গ্রামের  কয়েক শত লোকজন  চাকরি  করছেন।  প্রয়াত আবুল কাশেম  মল্লিক ও  প্রয়াত জনাব মোশাররফ  মল্লিক সাহেব  অত্যন্ত  ভালো  মনের মানুষ ছিলেন। সাবেক  জাতীয়  দলের ফুটবল  খেলোয়াড়  জনাব ছবুর লস্কর সাহেব  বাড়ি  এই গ্রামেই।  শিল্পপতি  জনাব নাছিমুল ইসলাম খান সাহেব  এ গ্রামের  ছেলে। সময় সল্পতার  কারনে আরও অনেক  গুণী  জনের  পরিচয়  দ্বিতীয় পর্বেবর্ণনা  করবো ইনশাআল্লাহ।  আমার  অনিচ্ছাকৃত  ভূলের ক্ষমা চাচ্ছি। আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুন আমীন।

error: Content is protected !!