শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

দৈনিক দ্বীনের আলোঃ
১৫ জানুয়ারি, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ | 51
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
১৫ জানুয়ারি, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ | 51

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযান মাদকসহ ৪ জনকে গ্রেফতার  করেছে।

সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান করেন। এসময় চুয়াডাঙ্গার জালশোকা গ্রামের আবুল কালামের ছেলে মো:লালন (৩৫)কে বাড়ি হতে ৫শ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া দর্শনার দক্ষিণ চাদপুর গ্রামের কালাচাদ আলীর ছেলে মো:মিজানুর রহমান (৪২)কে বাড়ীর পাশের একটি কলা বাগানের মধ্যে হতে ৫০ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার ছিরু মিয়ার ছেলে মো:জাহিদুল ইসলাম (৪১), কে একই এলাকার একটি প্রোল্টি ফার্মের সামনে হইতে ২ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে।পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া চাদপুর গ্রামের তহির উদ্দিনের ছেলে মো:হাফিজুর রহমান (৬০)
মোবারক পাড়া হতে ২ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে।পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১৫/০১/২৪

error: Content is protected !!