শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মো:আজিজুল হাকিম

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে পাঁচ লক্ষ টাকার মাছ নিধন

দৈনিক দ্বীনের আলোঃ মো:আজিজুল হাকিম
৯ জানুয়ারি, ২০২৪, ১:২০ পূর্বাহ্ণ | 37
সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে পাঁচ লক্ষ টাকার মাছ নিধন
৯ জানুয়ারি, ২০২৪, ১:২০ পূর্বাহ্ণ | 37

নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়নে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে, এই ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ মারা যায়, শনিবার রাতে এই ঘটনাটি ঘটে, এলাকাবাসী সূত্রে জানা যায়, পুকুরে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার,মাগুর,শিং,পাঙ্গাস, গ্লাসকার্প,সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন।

মাছ গুলো কিছু দিনের মধ্যেই বাজার জাত করে বিক্রি করত। শনিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকাল অনুমানিক ৭.০০টার সময় সব মাছ মরে ভেসে ওঠে।

পুকুরের মালিক:ছানোয়ার(হোসেন) বলেন,এত পড়ো সর্বনাস আমার নিজের লোকে করল।গত ৩০/০৮/২০২৩ তারিখে ও আমাার দুইটি পুকুরে বিষ দিয়ে প্রায়,৩.৬০০০০টাকা ক্ষতি। এবার ও প্রায় 5 লক্ষ টাকার ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়,জীবনের মতো পথে বসে গেলাম। এলাকাবাসী ও সানোয়ার (হোসেন)প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

এ বিষয়ে সিংড়া থানার, কুসুম্বী কালীগঞ্জ পুলিশ (ফাঁড়ী) ভারপ্রাপ্ত কর্মকর্তা, এস আই নাসির উদ্দিন (মুন্সী) বলেন, মাছ নিধনের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি, যদি লিখিত পায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!