শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

খাদিজা পারভীন

খুলনা সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়

দৈনিক দ্বীনের আলোঃ খাদিজা পারভীন
৯ জানুয়ারি, ২০২৪, ১:১৬ পূর্বাহ্ণ | 41
খুলনা সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
৯ জানুয়ারি, ২০২৪, ১:১৬ পূর্বাহ্ণ | 41

খুলনা সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ভবনটির বাম পার্শ্বে দুই তলা ও সামনে তিন তলা সংলগ্ন বিশিষ্ট। বিদ্যালয়ে ঢুকতে পথে মেইন ফটোকের ডান পার্শ্বে দেওয়ালে হাত ধোয়ার ছয়টি বার্তা লেখা রয়েছে।বিদ্যালয়ের ভেতরে একটি হোস্টেল আছে।নামাজ পড়ার জন্য আলাদা কক্ষ আছে।প্রশাসনিক ভবন একটি,একাডেমিক ভবন তিনটি,পাঠাগার ছাড়াও অন্যান্য বিষয় রয়েছে।শহীদ মিনার ও শতবর্ষ, ১৯১২ সালে স্থাপিত। ২০১২ সালে শতবর্ষ পূর্তি একটি স্তম্ভ তৈরে করা হয়। সেটিও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।ছাত্রীদের খেলা ধুলার ব্যবস্থা ও আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম মাখামি মাকছুদা। বিদ্যালয় চত্বরের কয়েক পার্শ্বে ফুল গাছ লাগানো আছে। বিদয়ালয়ের প্রধান ফটোকের দক্ষিণ পার্শ্বে একটি ফুলের বাগান আছে। বাগানটির নাম মন বাগিচা। আর মন বাগিচার পার্শ্বে গাছ গুলোতে্ পাখিদের আবাস স্থল। সবই মিলে যেন একটি সুন্দর ও মনোরম পরিবেশ।

error: Content is protected !!