শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক দ্বীনের আলোঃ
২ জানুয়ারি, ২০২৪, ৫:০৩ পূর্বাহ্ণ | 39
চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত
২ জানুয়ারি, ২০২৪, ৫:০৩ পূর্বাহ্ণ | 39

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।প্রধান অতিথি আর এম ফয়জুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অবিভাবক ও শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি আরও বলেন, আগামীর ভবিষ্যত এই কোমলমতি শিক্ষার্থীরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও রাষ্ট্র কে সেবা করতে পারে। তিনি সকল শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল মঙ্গল কামনা করে তাদের হাতে নতুন বই তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী প্রমুখ।

error: Content is protected !!