বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

সিরাজগঞ্জে গৌরীআরবান স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

দৈনিক দ্বীনের আলোঃ
২ জানুয়ারি, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ | 41
সিরাজগঞ্জে গৌরীআরবান স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
২ জানুয়ারি, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ | 41

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরীআরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও গৌরীআরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকালে নতুন বছরের প্রথম দিন বই বিতরণ উৎসব অনুষ্ঠান করা হয়। নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।

বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রাণী সাহা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, গৌরীআরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম এবং গৌরীআরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন সুরভী।

এসময়ে অনুষ্ঠানে স্কুলের শিক্ষকগণ, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।