সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

দৈনিক দ্বীনের আলোঃ
২ জানুয়ারি, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ | 41
সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
২ জানুয়ারি, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ | 41

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে সোমবার সকালে স্কুলে নতুন বছরের প্রথম দিন বই বিতরণ উৎসব অনুষ্ঠান করা হয়। এতে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
এসময়ে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তমাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -(১) নূরুল হক এবং অভিভাবক সদস্যরা ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক মোঃ রাশেদুল হাসান।