বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য অপরিহার্য

দৈনিক দ্বীনের আলোঃ নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ | 35
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য অপরিহার্য
১ জানুয়ারি, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ | 35

জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। গণমাধ্যম সমাজের দর্পণ, জাতির বিবেক, জনতার কণ্ঠস্বর, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ইত্যাদি নানা নামে গণমাধ্যমকে অভিহিত করা হয়। কিন্তু সেই জাতির বিবেকের উপর চলে নানা জুলুম, অন্যায়-অত্যাচার, গণমাধ্যমকর্মীদের উপর করা হয় নির্যাতন এমনকি তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু খুনী ও নির্যাতনকারীরা আইনের আওতায় আসছে না, তাদের শাস্তি হচ্ছে না। এই বিষয়ে সাংবাদিক ইউনিয়ন বা সংগঠনগুলোর ঐক্য প্রয়োজন। তিনি আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিকদের অসামান্য অবদান রয়েছে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির সকল আন্দোলন-সংগ্রাম ও অর্জনে সাংবাদিকদের ভূমিকা অসামান্য। তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও তাদের নিরাপত্তায় সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ২০২৩ সালের বর্ষসমাপনী উদযাপন উপলক্ষে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ শর্মা হাউজ এন্ড রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি শাজাহান মোল্লার সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিগতদিনে নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

error: Content is protected !!