নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক মোঃ রেজাউল করিম এর জন্মদিনের শুভেচ্ছা
কোনো ব্যাক্তির চিন্তাধারায় প্রতিনিধিত্ব, কণ্ঠস্বর, বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন।
তেমনি একজন তরুন সাংবাদিক সময়ের সাহসী সাংবাদিক মোঃ রেজাউল করিম । এ সময়ের সাহসী সংগঠন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি(রাজশাহী বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জাতীয় দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক রুপালী দেশ পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি , দৈনিক স্বঃতকন্ঠ পত্রিকার রাজশাহী প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোরের আভা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ রেজাউল করিম আজ ১’লা জানুয়ারি রোজ সোমবার তার শুভ জন্মদিন।
যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক সাহসী এক সাংবাদিকের পদচারণ।
তিনি তার অনুসন্ধানে তুলে নিয়ে আসেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধীর মুখোশ উন্মোচন করেন তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে বিলাস মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী সাংবাদিক সকলের প্রিয় ব্যাক্তি মোঃ রেজাউল করিম।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়।
আজকের স্বনামধন্য সাংবাদিক তিনি সকলের প্রাণ প্রিয় এ সময়ের সাংবাদিকতায় রাজশাহী জেলার সাংবাদিকের মধ্যে মোঃ রেজাউল করিম নামটি বেশ পরিচিত ও অন্যতম।
তার ছাত্র জীবন থেকেই বিভিন্ন পত্রিকা পড়তেন তিনি এবং ইচ্ছে ছিলো তিনি একজন সংবাদ কর্মি হিসেবে কাজ করার, আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন তার পাশে ছিলেন অনুপ্রেরণায় গুনী সাংবাদিকগণের মতো অনেক সাংবাদিকেরা । সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা বা ভাবনা ভাবতে চান না এই সাংবাদিক ।
সাংবাদিকতার পাশাপাশি অসহায়,সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন তিনি ।
সাংবাদিকের বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, ভদ্র, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃষ্টিশীলতা বা সঞ্জননই ক্ষমতা, যা হল মৌলিক ভাষিক এককগুলিকে সংযুক্ত করে অসীম সংখ্যক বৈধ বাক্য সৃষ্টির ক্ষমতা। প্রকাশভঙ্গী নম্র ও কোমল আচরণের মানুষকে সবাই ভালোবাসে, স্নিহ করে আর তাই তিনি সকলের কাছে সমান সমাদৃত। কোমল আচরণের দ্বারা মানুষের চারিত্রিক মাধুর্যটা প্রকাশ পায়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন তিনি।
ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন। পেশাগত কাজে এর মধ্যে দেশের প্রায় জেলা বেড়িয়েছেন তিনি।
জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন সাধারণত কর্মস্থলেও জন্মদিনের আয়োজন থাকে আর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা।
ব্যক্তিগত জীবনে বিবাহিত । সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। তার বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনি।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- চট্রগ্রামের নগরী আকবর শাহ্ হোটেল রয়েল টাইম আবাসিকে দিনে দুপুরে চলছে মাদক জুয়া সহ দেহ ব্যবসা
- তানোর সাংবাদিক ক্লাবের ০২ বছরের কমিটি ঘোষনা’ সভাপতি পারভেজ, সম্পাদক এম রায়হান আলী
- তানোর সাংবাদিক ক্লাবের ০২ বছরের কমিটি ঘোষনা’ সভাপতি পারভেজ, সম্পাদক এম রায়হান আলী
- মহিমাগঞ্জ হরিসভা নাট মন্দির পরিদর্শন করেন,সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা গোলাম রহমান
- শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন “জনতার সময়”পত্রিকার প্রকাশক ও সম্পাদক
- মির্জাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি’র সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ