বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

লালপুরে প্রাক্তন স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী আটক

দৈনিক দ্বীনের আলোঃ
২১ ডিসেম্বর, ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ | 69
লালপুরে প্রাক্তন স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী আটক
২১ ডিসেম্বর, ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ | 69

মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া নতুন পাড়া এলাকায় এসিড নিক্ষেপ এবং দুই জন আহতের ঘটনায় এসিড নিক্ষেপকারী সাবেক স্বামী জিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২১শে ডিসেম্বর-২৩)ভোর রাতে ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এসিড নিক্ষেপের ঘটনার পরে জিয়ার সাবেক স্ত্রী রিমার বাবা রান্টু বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ঝিনাইদহ জেলা থেকে অভিযুক্ত জিয়াকে আটক করতে সক্ষম হয়।পরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য যে,গত
মঙ্গলবার (১৯শে ডিসেম্বর-২৩)রাত সাড়ে ৯টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া নতুন পাড়া এলাকায় এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জিয়া(২৫)এর সাথে দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে রিমা(২২)এর বিয়ে হয়।পরে মাদক মামলায় জিয়া জেলে যাওয়ায় গত ৪ মাস আগে তার স্ত্রী রিমা তাকে তালাক দেয়। পরে জামিনে বের হয়ে ক্ষীপ্ত হয়ে মঙ্গলবার রাতে প্রাক্তন স্ত্রী রিমাকে এসিড নিক্ষেপ করে। এতে তার পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাই মিলনের চার বছরের মেয়ে মাইমুনার মুখমণ্ডল ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

error: Content is protected !!