বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

স্বপন রবি দাস জেলা প্রতিনিধি হবিগঞ্জঃ

শেরপুরে ২৪০ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক

দৈনিক দ্বীনের আলোঃ স্বপন রবি দাস জেলা প্রতিনিধি হবিগঞ্জ
২১ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ | 72
শেরপুরে ২৪০ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক
২১ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ | 72

স্বপন রবি দাস জেলা প্রতিনিধি হবিগঞ্জঃ

ভারত থেকে অবৈধভাবে আসা ২৪০বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গতকাল(২০ডিসেম্বর) বুধবার সকালে চেকপোস্ট বসিয়ে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের পাশ্ববর্তী এলাকা শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে যাত্রী ছাউনির সামনে চিনি ভর্তি ঢাকাগামী দ্রুতগতির ট্রাক ঢাকামেট্রো(ট- ২০৮১৫৩) কে সিগন্যাল দিলে পালানোর সময় এসব চিনি ও ট্রাক আটক করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায় যে, অবৈধভাবে চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার কাওছার আহমেদ এর নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে উল্লেখিত চিনির বস্তা ও ট্রাক আটক করা হয়। ভারত থেকে অবৈধভাবে এসব চিনি নিয়ে এসে বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয় বলে জানায় পুলিশ৷

ট্রাকের আটক করার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব। তিনি জানান এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে৷ ভারত থেকে চোরাইপথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আটকের সময় ড্রাইভারকে পাওয়া যায়নি। চোরাকারবারির নাম জানার চেষ্টা করছি। অচিরেই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে৷

error: Content is protected !!