বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

খুলনা-১ আসনের “বটিয়াঘাটা উপজেলা শাখা” মিডিয়া সেল গঠন

দৈনিক দ্বীনের আলোঃ
২১ ডিসেম্বর, ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ | 64
খুলনা-১ আসনের “বটিয়াঘাটা উপজেলা শাখা” মিডিয়া সেল গঠন
২১ ডিসেম্বর, ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ | 64

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ কবির আহমেদ খান ও অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসকে- উপদেষ্টা করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।

বৃহস্পতিবার বিকেলে মোল্লা ইমরান হোসেন সুমনকে – আহ্বায়ক ও মহিদুল ইসলাম শাহীন কে সদস্য সচিব করা হয়। কমিটির যুম্ন আহবায়ক হলেন
রতন কুমার সাহা,বিপ্রদাশ রায়,আছা দুজ্জামান উজ্জ্বল, পরিতোষ রায়, সোহরাব হোসেন মুন্সি।

নির্বাহী সদস্য হলেন অমলেন্দু বিশ্বাস,এ্যাডঃ সোহেল রানা,কাজি আতিক, রেজাউল করিম,অজিত কুমার রায়, তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, এন এম বজলুর রহমান, অরুপ জদ্দার, মোঃ বাকের হোসেন, মোঃ কামাল হোসেন, বি এম হানিফ, মোঃ আক্তারুল ইসলাম, আবুহেনা মুস্তফা মাসুম, মোঃ মামুন শেখ।

error: Content is protected !!