শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মাদারীপুরের রাজৈরে নারিকেল গাছের চারা বিতরণ

দৈনিক দ্বীনের আলোঃ
৯ জুন, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ | 71
মাদারীপুরের রাজৈরে নারিকেল গাছের চারা বিতরণ
৯ জুন, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ | 71

মোঃ আলী শেখ, মাদারীপুর প্রতিনিধ :

শনিবার ৮ জুন মাদারীপুর জেলার রাজৈর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রাজৈর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার উপমা ফাইসা এর সভাপতিত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দা দেবনাথ এর সঞ্চালনায় ৪০০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ টি করে নারকেল গাছের চারা সর্ব মোট ২০০০ হাজার পিচ নারিকেলের চারা বিতরণ করা হয়। উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহা,ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি সাধারণ কৃষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে স্মার্ট কৃষি প্রধান দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছে কৃষি অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় ও উপজেলার কৃষকদের প্রমোদনা স্বরূপ বিভিন্ন রকমের ধান বীজ, পাট বীজ, বিভিন্ন রকমের গাছের চারা, সার কীটনাশক সাধারণ কৃষকদের মাঝে প্রায় সময় বিতরণ করে থাকে ২০২৩/২৪ অর্থ বছরে কৃষি প্রমোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হয়, চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সমবায় কর্মকর্তা মহাসিন মিয়া, রাজৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজৈর প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, রাজৈর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল কবির বাবুল, কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ভোক্তা গণ। বাস্তবায়নে কৃষি প্রম্পসারন অধিদপ্তর রাজৈর মাদারীপুর।

error: Content is protected !!