শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

নরসিংদীর রায়পুরা মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা (২০)টি গ্ৰাম ?

দৈনিক দ্বীনের আলোঃ
৮ জুন, ২০২৪, ২:৩৬ অপরাহ্ণ | 20
নরসিংদীর রায়পুরা মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা (২০)টি গ্ৰাম ?
৮ জুন, ২০২৪, ২:৩৬ অপরাহ্ণ | 20

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

রায়পুরা মেঘনা নদীতে নদী আইন অমান্য করে বালু উত্তোলন নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ২০ টি গ্রাম

৫০/৬০ টি ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।
ভাঙ্গনের মুখে নদীপাড়ের শত শত পরিবার ।
বিলীন হয়ে যাবে গ্রাম কি গ্রাম
স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে এ যেন দেখার কেউ নেই ?
রায়পুরার মাইজেরচর টেক, কাতলারচর , জয়নালপুর,মাজেরচর,সারখলা,বালুয়াকান্দি ও আব্দুল্লারচর। গত বৎসর ভৈরবের মিন্টু কমিশনার ইজারা পেয়ে বালু উত্তোলন করে ।
সাংবাদিকদের লেখালেখিতে কিছুদিন নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনে সমস্যা হয় । একাধিক সাংবাদিকদের সাথে কথা কাটাকাটি হয়েছে । মেঘনা গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান কিছু চ্যানেলের সাংবাদিকদের সাথে মারামারি হাতাহাতি হইছে নরসিংদীর আঞ্চলিক পত্রিকায় লেখালেখি হয়েছে।
তারপর কিছু সাংবাদিকদের সাথে মিলেমিশে বালু উত্তোলন করে এই বৎসর মিন্টু কমিশনার ইজারা পায়নি ।
নরসিংদীর ইজারাদার চড়া মূল্যে ইজারা নিয়েছে । উঠানোর জন্য নদীর আইন অমান্য করে নিয়ম বহির্ভূত ভাবে ভালো উত্তোলন করছে ।
ধারাবাহিক ভাবে নিউজ পোর্টাল সংবাদ প্রকাশিত হবে আমাদের সাথে থাকুন ।

error: Content is protected !!