বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা

দৈনিক দ্বীনের আলোঃ
২১ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ | 70
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা
২১ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ | 70

খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিস এর আয়োজনে গুইমারাতে উপজেলায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় গুইমারা সরকারি কলেজ মিলনায়তনে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীন। সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন উক্ত সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কন্সেপ্ট পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। এছাড়া আরও বক্তব্য রাখেন উক্ত কলেজের প্রভাষক মোঃ মোজাম্মেল হক, মোঃআব্দুর রাজ্জাক, সাবিনা ইয়াসমিন, অর্জুন নাথ ও জিতু বড়ুয়া। বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিগত দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের ছাত্র-ছাত্রীরা এবং উপস্থিত সবার মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়।