শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

জীবনের অর্থ কি?

দৈনিক দ্বীনের আলোঃ
৭ জুন, ২০২৪, ১:০৬ অপরাহ্ণ | 40
জীবনের অর্থ কি?
৭ জুন, ২০২৪, ১:০৬ অপরাহ্ণ | 40

 

আপনার যখন জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যুও হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে। আপনি এই পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে, মায়ের সাহায্য ছাড়া খাবারটুকুও মুখে নিতে পারতেন না। আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনও আপনি অত্যান্ত দূর্বল ও অসহায় থাকবেন। তখন আপনার কাফনের কাপড়টুকুও আপনি নিজে পড়তে পারবেন না। অন্য আরেকজন আপনাকে তা পরিয়ে দিবে। যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিলো না। যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনও আপনার অর্থ, সম্পদ কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল, তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দিবে। আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন, ঠিক তেমনিভাবেই আপনাকেও পৃথিবী থেকে একাই চলে যেতে হবে। আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না। এটাই জীবন, হ্যা! এটাই তো জীবন!
তাহলে কেন এত মারামারি এত সংঘাত এত হানাহানি? কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেইমানি? তাই সকলের প্রতি দয়াশীল হোন, সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায়। জীবন খুবই সংক্ষিপ্ত! সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদা সবসময় ভালো কাজ করুন।

ধন্যবাদ

error: Content is protected !!