শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

হবিগঞ্জ শহরে পুলিশ সুপারের নেতৃত্বে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান ॥ জরিমানা আদায়

দৈনিক দ্বীনের আলোঃ
১৭ মে, ২০২৪, ১১:২৪ অপরাহ্ণ | 70
হবিগঞ্জ শহরে পুলিশ সুপারের নেতৃত্বে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান ॥ জরিমানা আদায়
১৭ মে, ২০২৪, ১১:২৪ অপরাহ্ণ | 70

(মো ইপাজ খাঁ মাধবপুর উপজেলা প্রতিনিধি)

পুরো হবিগঞ্জ শহরে আজ ১৭ মে পুলিশ সুপারের নির্দেশে মোটরসাইকেল এ অভিযান পরিচালিত হয় হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার মোটর সাইকেল চলাচল করছে। তারা বিভিন্ন অপকর্ম করলেও থেকে যায় ধরাছোয়ার বাইরে। কারণ রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় সমস্যা দেখা দেয়। এই প্রথম জেলার পুলিশ সুপার আক্তার হোসেন, ডিবি, ট্রাফিক ও সদর থানা পুলিশকে নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে সাড়াশি অভিযান শুরু করেন। প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়। এর অনেকটাই কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নেই। এসব অপরাধে জরিমানা করে অনেককে ছেড়ে দিয়ে সতর্ক করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে শহরে প্রেস, পুলিশ, সরকারি অফিসের স্টিকার লাগিয়ে একটি চক্র মোটর সাইকেল ব্যবহার করছে। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে অভিযান করেন। তার সাথে ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র, (তদন্ত) মুসলেহ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। অভিযান নিয়মিত চলবে।

error: Content is protected !!