মাটি মামুন রংপুর
রংপুরে ধান ক্ষেতে পানি দেওয়া কে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক
রংপুরে ধান ক্ষেতে পানি দেওয়া কে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
ঘটনাটি ঘটে গত ৯/৫/২০২৪ ইং বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের লাল পুল এলাকায়।
সরেজমিন সূত্রে জানা যায়, নগরীর ৪ নং ওয়ার্ড তালতলা এলাকার মৃত সফর উদ্দিন এর পুত্র আব্দুল গফুর দীর্ঘদিন ধরে লাল পুলের উত্তরের দোলায় হাজী বাবুর থেকে আবাদি জমি লিজ নিয়ে আবাদ করে আসছে।
প্রায় তার আবাদি জমি থেকে কে বা কাহারা পানি চুরি করে নেয়।
এমতাবস্থায় ঘটনার দিন গফুর তার জমি তে ডিপ টিউবওয়েল থেকে পানি নিচ্ছে।
ঐ দিন দুপুর সাড়ে ১২ টার দিকে জমি তে এসে দেখে আনার নামে একজন তার জমি থেকে তাকে না বলে গর্ত করে পানি চুরি করে নিচ্ছে।
আনার নগরীর ৪ নং ওয়ার্ড আমাশু কুকরুল
(বাগ ডোকরা) এলাকার মৃত বজিয়ার রহমান এর পুত্র।
গফুর আনার কে তার জমি থেকে পানি নিতে বাঁধা দিলে সেই সময় আনার ও তার সাথে থাকা অজ্ঞাত
৫/৭ জন লোহার পাইপ রড লাঠি,সোঠা, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গফুরের উপর হামলা চালায়
এসময় গফুরের চিৎকার চেচামেচি শুনে তার ছেলে জান্নাতুল ফেরদৌস ও স্থানীয়রা ঘটনা স্থানে এগিয়ে আসলে আনার ও তার বাহিনী বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনা স্থান ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় গফুর কে উদ্ধার করে অটোরিকশা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের ৬ নং ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থায় আছেন।
এবিষয়ে আব্দুল গফুর এই প্রতিবেদক কে বলেন
আমি গরিব অসহায় কৃষক মানুষ জমিতে চাষাবাদ করে জীবিকা নির্ভর করি, দীর্ঘদিন ধরে আনার ও তার বাহিনীর লোকজন আমার জমি থেকে বিভিন্ন সময় বিভিন্ন ফসল চুরি করে তারি ধারাবাহিকতায় সেই দিন আমার আবাদি জমি তে ডিপ টিউবওয়েল থেকে নেয়া পানি চুরি করে তার জমি তে নিচ্ছিল আমি বাঁধা দেওয়ায় আমার উপর চড়াও হয়ে হামলা চালায় আমি এই ঘটনার সুস্থ বিচারের দাবী জানাচ্ছি।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখা
- কুষ্টিয়ায় এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন
- সাঘাটা উন্নয়ন সংস্থা কতৃক আল কোরআন শরিফ বিতরণ ও বৃক্ষরোপণ
- মানবসেবার নামে অপকর্ম ও অর্থ লোপাট (পর্ব-১)
- বাংলাদেশী বৃহত্তম বীমা শিল্প ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে কর্তৃক আয়োজিত, প্রিমিয়ামের মেয়াদ পূর্তিতে চেক প্রদান অনুষ্ঠিত
- নগর জীবনে শান্তির স্বর্গ
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤