বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ট্রাকে উঠে চাঁপাইনবাবগঞ্জে আসা দুই শিশুকে অভিভাবকের কাছে পৌচ্ছে দিলো পুলিশ 

দৈনিক দ্বীনের আলোঃএ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ | 56
ট্রাকে উঠে চাঁপাইনবাবগঞ্জে আসা দুই শিশুকে অভিভাবকের কাছে পৌচ্ছে দিলো পুলিশ 
৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ | 56

 

এ কে এম বাদরুল আলম-

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় এলাকায় একটি ট্রাকে করে ঢাকা থেকে চলে আসা দুই শিশুকে পুলিশের জিন্মায় দিয়েছিলো স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় ওই দুই শিশুকে বিশ্বরোড মোড়ে ঘুরাঘুরি করতে দেখে, স্থানীয়রা ট্রাক চালককে আটক করে। এ সময় ওই শিশু দুটি কিভাবে তার ট্রাকে করে চলে এসেছে জিজ্ঞাসা বাদে সঠিক উত্তর না মিলায় স্থানীয়রা খবর দাই “চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবে” খবর পেয়েই সেখানে উপস্থিত হয়, ক্লাবটির সভাপতি এ কে এম বাদরুল আলম ও সাধারণ সম্পাদক এস এম রুবেল সহ অন্যান্য সদস্যরা, পরে ট্রাক চালক সদউত্তর দিতে না পারায় ট্রাক চালক সহ শিশু দুটিকে থানায় নিয়ে যায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

পরে পুলিশ সদস্যরা শিশু দুটিকে তাদের অভিভাবকের কাছে পৌচ্ছানোর উদ্যোগ নেন, সেই সাথে শিশু দুটি পৌচ্ছানোর পূর্ব পযন্ত ট্রাক ও ট্রাক চালককে পুলিশের হেফাজতে রাখার সিদ্ধান্ত জানান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া। পরদিন সোমবার, ঢাকা থেকে নিতে আসা দুই শিশু সুইটি (৫) ও তানভীর (৬)’কে তাদের অভিভাবকের কাছে তুলে দেই সদর মডেল থানা পুলিশ।