শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর-কিশোরী শীর্ষক আলোচনা সভা

দৈনিক দ্বীনের আলোঃ
২৪ এপ্রিল, ২০২৪, ১:৪৬ পূর্বাহ্ণ | 29
ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর-কিশোরী শীর্ষক আলোচনা সভা
২৪ এপ্রিল, ২০২৪, ১:৪৬ পূর্বাহ্ণ | 29

মীর শিবলু,ঝিনাইদহঃ

ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর-কিশোরী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে তাদের আলোকে উন্নয়ন ও কাউন্সেলিং বিষয়ক এক আলোচনা সভা ঝিনাইদহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরীরা তাদের বয়ো:সন্ধিকালে যেন বিচ্যুত ও বিভ্রান্ত না হয়ে বিভিন্ন ছোট-বড় অপরাধে জড়িয়ে না পড়ে কিংবা হতাশায় না ভোগে সে ব্যাপারে সবার করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশিষ্ট আলোচকবৃন্দ। ঝিনাইদহ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী আইরিন হোসেন’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা রওশন জাহান নুপুর। সেসময় উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ডাক্তার মোঃ আব্দুল মতিন, সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোঃ আব্দুল মতিন (সাইকিয়াট্রিস্ট) সহ আরোও অনেকেই। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।