শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

ধুনটে তীব্রতাপ দাহে অতিষ্ঠ জনজীবন। 

দৈনিক দ্বীনের আলোঃ
২২ এপ্রিল, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ | 32
ধুনটে তীব্রতাপ দাহে অতিষ্ঠ জনজীবন। 
২২ এপ্রিল, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ | 32

আতিকুল ইসলাম আতিক (ধুনট) বগুড়া প্রতিনিধি :

তীব্র তাপদাহ আর গরমে অতিষ্ঠ  বগুড়ার ধুনট উপজেলার সাধারন মানুষের জনজীবন। প্রচন্ড তাপ মাত্রার কারনে বেশ কিছুদিন যাবত তাপদাহের কবলে পুড়ছে ধুনট ও আশপাশের অঞ্চলের মানুষগুলো। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের জনজীবন ওষ্ঠাগত।বৈশাখ মাস পড়লেও গত কয়েকদিন যাবত বৃষ্টির না হওয়ায় প্রচন্ড খরতাপে ঘর থেকে বের হতে হিমশীম খাচ্ছে শ্রমিক দিনমজুরসহ সাধারণ মানুষ। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছাঁয়াতলে।আর অতিরিক্ত গরমে শরীরকে একটু শীতল করতে বিভিন্ন শরবত ও ঠান্ডা পানীয়র খোঁজে তৃষ্ণার্ত মানুষ ব্যাকুল হয়ে ছুটছে। এ তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গ্রীষ্মের এই তাপদাহ মানুষের মধ্যে তৈরি করেছে ব্যাপক অস্বস্তি। গরমে হাঁসফাঁস করছে মানুষসহ সকল প্রাণীকুল! গরম আবহাওয়ায় সাধারণ মানুষের  দম যাই যাই অবস্থা। পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম  জানান, এই ভেপসা গরমে সাধারণত ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়েছে সাধারণত জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তাই এসময় পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি, জুস, আখের রস, ডাবের পানি পান করতে হবে।