শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

কুষ্টিয়াসহ দেশবাসীকে ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক”

দৈনিক দ্বীনের আলোঃ
১০ এপ্রিল, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ | 102
কুষ্টিয়াসহ দেশবাসীকে ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক”
১০ এপ্রিল, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ | 102

 

“মোঃ মুকুল হোসেন”
“সহঃ বার্তা সম্পাদক” “দৈনিক দ্বীনের আলো”

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়াসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আমি কুষ্টিয়াসহ সারা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

এক মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি বাংলাদেশসহ সারাবিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানাই। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

কোন অসহায় ও দু:স্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।

“শুভেচ্ছান্তে”,
“মোঃ মুকুল হোসেন”
পেশাঃ- “গণমাধ্যমকর্মী” ও “মানবাধিকারকর্মী”

 

error: Content is protected !!