বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোহাম্মদ ওসমান চৌধুরী রাউজান (চট্টগ্রাম)

কদলপুর আইডিয়াল হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দৈনিক দ্বীনের আলোঃ মোহাম্মদ ওসমান চৌধুরী রাউজান (চট্টগ্রাম)
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৭ পূর্বাহ্ণ | 82
কদলপুর আইডিয়াল হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৭ পূর্বাহ্ণ | 82

কদলপুর আইডিয়াল হাইস্কুল ও গ্রিন শাইন কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ সিআইপি। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।

পরিচালনা কমিটির সদস্য জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন মফিজুল আলম চৌধুরী, মোবারক শাহ চৌধুরী, মাস্টার আবু আহমেদ, মাওলানা এস এম খালেদ আনসারী, শাহাজাদা ছৈয়দ মকসুদুল আলম।

কোরআন তেলওয়াত করেন ক্বারী মাওলানা আনিসুল ইসলাম। শপথবাক্য পাঠ করেন ছাত্রী নাদিয়া সুলতানা মাহী।

শুরুতে প্রধান অতিথি ও সভাপতিসহ অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন শেখ ফরিদ আহমেদ সিআইপি বলেন ‘আমরা বিদেশে থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশে। দেশের মানুষের কাজে কিভাবে সহযোগিতা করা যায়, সেটাই আমাদের চিন্তাধারায় থাকে।

সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী বলেন,এই স্কুলটি ৬জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে আইডিয়াল হাইস্কুল রাউজানের মধ্যে পরীক্ষায় সফলতাসহ নানা কারণে স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যেতে চাই।অনুষ্ঠানে প্রধান অতিথি এনআরবি সিআইপি এসোসিয়েশনের সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ সিআইপিকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী।

error: Content is protected !!