তরুণদের দু’টি করে ভোট দেয়ার সুযোগ থাকলে চিন্তা থাকত না: সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, আশা করি, তরুণ প্রজন্মের ভোটাররা অনেক বেশি ভোট দেবে। যদি তাদের দুটো করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমার চিন্তা করা লাগত না। আশা করছি, তারা ভোট দেবে। সর্বসাধারণের ভোটে আমি জয়যুক্ত হতে চাই।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে মাগুরা শহরের জামরুল তলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে তাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান সাকিবের। টাইগার দলপতির ভাষ্য, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। চেষ্টা করেছি যত মানুষের কাছে যাওয়া যায়, যত মানুষের পাশে যাওয়া যায় ও তাদের সঙ্গে কথা বলা যায়। হয়তো সবার কাছে যাওয়া যায়নি, সবার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আমি মনে করি, আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। কিছু জায়গায় হয়তো ভুলভ্রান্তি থাকতেই পারে। নতুন প্রার্থী হিসেবে কোনো ভুল হলে মাগুরার মানুষ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদের কাছে যেতে পারিনি, তাদের প্রতি আন্তরিক দুঃখিত।
সাকিব যোগ করেন, আশা করব, আমাকে বেশি বেশি ভোট প্রদান করবে, যাতে আগামী ৫ বছরে তাদের কাছে যেতে পারি। আর কিছু বলার নেই, চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করুক। তাদের নাগরিক দায়িত্ব পালন করুক। সুন্দরভাবে ৭ জানুয়ারি পার হোক সেই আশা ব্যক্ত করছি।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- সাঘাটায় মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন,বানোয়াট খবর প্রকাশের তীব্র প্রতিবাদ ও সংবাদ সম্মেলন
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখা
- কুষ্টিয়ায় এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন
- সাঘাটা উন্নয়ন সংস্থা কতৃক আল কোরআন শরিফ বিতরণ ও বৃক্ষরোপণ
- মানবসেবার নামে অপকর্ম ও অর্থ লোপাট (পর্ব-১)
- বাংলাদেশী বৃহত্তম বীমা শিল্প ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে কর্তৃক আয়োজিত, প্রিমিয়ামের মেয়াদ পূর্তিতে চেক প্রদান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤