বগুড়ার শেরপুরে টাই দিবস পালিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এই দিবসটি পালিত হয়েছে উপজেলার সুঘাট ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে। গতকাল রোববার (৩মার্চ) প্রতিবছরের ন্যায় ৬ষ্ঠতম বার এই দিবসটি কেক কেটে পালন করেছেন এলাকার সাধারন মানুষ ও যুবসমাজ। মাদক, জুয়ার মত ভয়াবহ ছোবল থেকে ফিরে এনে সুশিক্ষায় আগ্রহ তৈরী করার উদ্দেশ্যেই এই উদ্দ্যেগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
এসময় এলাকায় ডিগ্রী পাস করা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও টাই পরিধান করানো হয়। ইউপি সদস্য ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাসুদ তালুকদার, সন্তেষ কুমার সরকার, ডা. আ: আলিম, হাফিজুল ইসলাম, রেজাউল করিম, মমিত খান, রাজু মাস্টার, শিশির মুস্তাফিজ আলমগীর হোসেন বাবলু ও কৃতিশিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রায় তিন’শ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের শেষে বগুড়ার ঐতিহ্যবাহী দই, চিড়া, মুড়ি ও মিস্টি দিয়ে আপ্যায়ণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।