দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচনী প্রতিশ্রুতিতে পাশে থাকার আশা চীনা রাষ্ট্রদূতের। সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও বলেন,চীন বাংলাদেশের সাথে সর্বাত্মক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। চীন আধুনিকায়নের পথে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার এবং নির্ভরযোগ্য বন্ধু হবে বলেও মনে করেন এই রাষ্ট্রদূত।
তিনি আরও জানান, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব এগিয়ে নিয়ে যেতে,পারস্পরিক আস্থা বাড়াতে বর্তমান সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতি বদ্ধ চীন। এর ফলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।