কামরুজ্জামান শাহীন,ভোলা:
নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌর যুবদল।
শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় দিকে শরীফ পাড়াস্থ চরফ্যাশন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি চরফ্যাশন সদর রোড প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদলের সিনিয়র সভাপতি ফখরুল ইসলাম ফৌরদাউস, চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়ছর আহম্মদ কমল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রো, ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির, যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ হাওলাদার, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আবুবক্কর ছিদ্দিক মিল্টন, সিনিয়র যুগ্ম আহ্বয়ক মো. আসাদ, সদস্য সচিব রাসেদুল হাসান নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেল্লাল, সদস্য সচিব মো. মহসিন, ছাত্রদলের সদস্য সচিব মো. অনিকসহ