জামাল কাড়াল বরিশাল ব্যুরো
প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই উজানের ঢলে যৌবন ফিরে পায় নদ নদী। এ সময়ে নদের উত্তাল স্রোত তরঙ্গে বেড়ে যায় দুই পারে তীর ভাঙনের হিংস্রতা। এতে শত শত একর ফসলি জমি ও বাপ-দাদার স্মৃতি বিজড়িত বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে বরিশাল উপজেলা মিরগঞ্জ গ্রামের শতাধিক পরিবার।ভুক্তভোগীরা জানায়, বছরের বেশির ভাগ সময় নদ শুকিয়ে হাটুজল থাকলেও বর্ষা মৌসুমে উজানে ঢলে পানি বেড়ে শুরু হয় ভাঙন। গত কয়েক বছরে এই ইউনিয়নের গ্রামের প্রায় কয়েক শত একর ফসলি জমি নদ গর্ভে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে বসতভিটা হারিয়েছে শতাধিক পরিবার। চলতি মৌসুমে গত তিনদিনে উপজেলা মিরগঞ্জ গ্রামের ১০টি পরিবারের। বেশি বসতভিটা ভেঙ্গে পড়েছে নদীগর্ভে। এতে বসত ঘরগুলোর ভাঙ্গা চালা বেড়া রক্ষা করা গেলেও নেই বসতভিটার স্মৃতি চিহ্নটুকুও। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো করছে নতুন ভিটার সন্ধান। কিন্তু তাদের মধ্যে কারো কারো সামান্য জমি থাকলেও অনেকের বসতভিটা করার মত কোন জমি নেই। ফলে তারা এখন দিশেহারা হয়ে দিনযাপন করছে নদের তীরেই ভাঙ্গা চালা বেড়ার খোপড়ি সাজিয়ে।ভুক্তভুগী ছালমা খানন বলেন, সবকিছু গাঙ্গে (নদ) খাইছে। ধান-চাউল কিছু রক্ষা করছি, বাকি সব শেষ। বেশির ভাগ জমি অহন (এখন) গাঙ্গে। কি খাইয়াম, বাড়িঘর লইয়া কই যাইয়াম কিছুই জানি না।