মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

জাতীয় পর্যায়ে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বড়লেখার দুই ক্ষুদে শিল্পী

দৈনিক দ্বীনের আলোঃ
৩ মার্চ, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ | 62
জাতীয় পর্যায়ে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বড়লেখার দুই ক্ষুদে শিল্পী
৩ মার্চ, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ | 62

অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

কন্ঠরোধের কানুন ভেঙ, কন্ঠ ছেড়ে গান ধরেছি’ এই স্লোগানকে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে দ্বাদশ সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতায় চারটি জেলার প্রতিযোগিদের মধ্যে বড়লেখা উপজেলার দুই ক্ষুদে শিল্পী ৩য় স্থান অধিকার করেছে। আর এই প্রাপ্তির মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে।

আজ জেলা পৌরসভা মিলনায়তনে সিলেট বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতায় উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার শ্রুতিনন্দন একাডেমির সঙ্গীত বিভাগের ক ও খ গ্রুপের শিক্ষার্থী অন্বেষা দে (১০) এবং এস.কে আপন (১৪) ৩য় স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে।

এসময় আয়োজিত অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এডঃ মকবুল হোসেন, সিলেট জেলা শাখার সভাপতি এনায়েত আহমেদ, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এডঃ ডাডলি ডেভিড বিন প্রিন্স, সাধারণ সম্পাদক রামেন্দ্র দত্ত, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেইন, শ্রীমঙ্গল উত্তরসুর শাখার সাধারণ সম্পাদক ঝুটন দত্ত ও উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র প্রমুখ।

উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার ক্ষুদে শিল্পী এস.কে আপন সুজানগরের বাবনের চক ও অন্বেষা দে সদর ইউনিয়নের বিছরাবাজার গ্রামের বাসিন্দা। আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় পর্যায়ে গণসঙ্গীত প্রতিযোগিতায় তারা উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার হয়ে অংশগ্রহণ করবে। গণসংগীতের প্রচার, প্রসার এবং একে একটি স্বতন্ত্র সংগীতের ধারা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিবছর গণসংগীত উৎসব আয়োজন করে উদীচী।

উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র বলেন, অনেক বছরের লড়াই-সংগ্রাম ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে বর্তমানে দেশের সর্ববৃহৎ গণসাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে উদীচী। সারাদেশে উদীচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। বড়লেখা উপজেলায়ও তার ব্যতক্রম নয়। সংস্কৃতি বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজ মৌলভীবাজারে সিলেট বিভাগের ৪টি জেলার প্রতিযোগিদের মধ্যে উদীচী বড়লেখা শাখার ২ জন ক্ষুদে শিল্পী ৩য় স্থান অধিকার করে জাতীয়ভাবে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। তাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত।

তিনি আরোও বলেন, শ্রুতিনন্দন একাডেমীর সঙ্গীত বিভাগের শিক্ষক রিক্তা চন্দ শম্পা’র নিরলস পরিশ্রমের ফসল আজকের এই অর্জন।
উদীচী বড়লেখা শাখা পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা রইলো।

error: Content is protected !!