মুহাম্মদ হোসাইন মাসুম স্টাফ রিপোর্টার
শ্রমিক আন্দোলনে সৎ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য : আ.ন.ম শামসুল ইসলাম (সাবেক এম,পি)
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ের জন্য সৎ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত লিডারশীপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগরী সভাপতি মোঃ মহিব্বুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সেলিম উদ্দিন, উপদেষ্টা আবদুর রহমান মুসা, ড. মুহাম্মদ রেজাউল করিম, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।
আ.ন.ম শামসুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন ব্যর্থ হয়ে যায় নেতাদের অসততা ও অদক্ষতার কারণে। অসৎ নেতৃত্ব মালিকদের থেকে ব্যক্তি সুবিধা গ্রহণ করে। অপরদিকে অদক্ষ নেতৃত্ব জানে না কখন কোন সময়ে কোন সিদ্ধান্ত নিতে হবে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় সকল স্তরে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। সততা ও দক্ষতার মিশেলে শ্রমজীবী মানুষরা তাদের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতে পারবে।
তিনি বলেন, প্রতিটি মানুষ জন্মগতভাবে নেতৃত্বের গুণ নিয়ে জন্ম গ্রহণ করে। তবে যারা নেতৃত্বের চর্চা করে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। একজন নেতা হওয়া সহজ নয়। বিশেষত লোভ-লালসার কাছে পরাজিত না হয়ে সততার সাথে যারা সংগ্রাম করতে পারে তারাই নেতৃত্বে সফল হয়। একজন নেতা কখনো অন্যায়ের সাথে আপোস করবে না। মালিকের অন্ধ অনুগত হবে না। সে সাদাকে সাদা কালোকে কালো বলার সাহসের অধিকারী হবে। নেতার জনগণ ও সমাজ-রাষ্ট্রকে প্রভাবিত করার সহজাত ক্ষমতা থাকতে হবে। একই সাথে নেতাকে মানবিক মূল্যবোধ, আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান হতে হবে।
নেতা কর্মীদের অনুপ্রেরণা উৎস হবেন। তিনি ব্যক্তি জীবনে স্বচ্ছতার অধিকারী হবেন। তার আচার-ব্যবহার কর্মীদের কাছে টেনে নিবে। তিনি মানুষের দুঃখে ব্যথিত হবেন। আবার মানুষের সুখ-শান্তি তাকে তৃপ্তি দিবে। অসহায় মানুষরা তাকে আশ্রয়স্থল হিসাবে বিবেচনা করবে। তার জীবনাচরণ দেখে শত শত মানুষ তাকে অনুসরণ করবে। একজন নেতা ক্ষমতার কাছে কখনো নতিস্বীকার করবেন না। প্রয়োজনে তিনি জুলুমের শিকার হবেন কিন্তু ভেঙে পড়বেন না।
নেতৃত্বের চর্চার জন্য শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। প্রতিটি সংগঠনের গঠনতন্ত্রের আলোকে যথা সময়ে নির্বাচন করতে হবে। সমাঝোতার নির্বাচন সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির পথে বাধা সৃষ্টি করে। নির্বাচন হবে সরাসরি। জনতা উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। শ্রমিকনেতাদের সমাজ-রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে হবে। স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। শ্রমিকরা সমাজ-রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলে অসহায় মানবতার মুক্তি ত্বরান্বিত হবে।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডসেটিং অতিষ্ঠ জনজীবন
- নওগাঁয় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
- কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল
- চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ