তানোরে আলোচিত জিয়ারুল হত্যাকাণ্ডের মামলায় মূলহোতা সহ আটক ৫জন
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :
র্যাবের অভিযানে রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় ০৫ আসামীকে ঢাকা ও কক্সবাজার থেকে গ্রেফতার।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি বিশেষ আভিযানিক অপারেশন দল কর্তৃক অদ্য বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী রাজশাহীর তানোরের চাঞ্চল্যকর “পরকীয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী নিহত” এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম আসামী ১/ মোঃ হাকিম বাবু (৩৪), পিতা- মোঃ হাবিবুর, (এজাহারনামীয় ৪ নং আসামী), ২/ মোঃ সুফিয়ান (৩৬), পিতা- মোঃ সাইদুল, উভয় সাং- লালপুর, ডাকঘর- লালপুর,থানা- তানোর, জেলা- রাজশাহী (এজাহারনামীয় ১২ নং আসামী) দ্বয়কে ডিএমপির মিরপুর মডেল থানাএলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরদিকে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর আরেকটি বিশেষ আভিযানিক অপারেশন দল কর্তৃক একইদিন অদ্য ২৯ ফেব্রুয়ারী রাত্রী-০১.১০ ঘটিকায় মামলার ৩/ মূলহোতা মোঃ আবুল হাসান (৪২), পিতা- মোঃ হাবিবুর, সাং- লালপুর, ডাকঘর- লালপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী (এজাহারনামীয় ১নং আসামী), ৪/ মোঃ শাহীন (২৫), পিতা- মোঃ হাবিবুর রহমান, (এজাহারনামীয় ৬নং আসামী) এবং ৫/ মোঃ রাশেল (৩০), পিতা- মৃত লুৎফর, উভয় সাং- বিলশহর, ডাকঘর- লালপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী (এজাহারনামীয়- ৯নং আসামী) গনকে কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে ও আসামীদের জবানবন্দিতে জানা যায় যে, রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের সুমি খাতুনকে বেশ কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন মামলার ১নং আসামী হাসান মেম্বার। এরআগে থেকেই সুমি খাতুনের সঙ্গে সম্পর্ক ছিল জিয়াউল ইসলামের। বিষয়টি হাসান মেম্বার বুঝতে পেরে জিয়ারুলকে সতর্ক করে।
পরে ডিপ টিউবওয়েলের অপারেটর নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে শত্রুতা বেড়ে যায় এছাড়াও হাসান মেম্বারের সার বিষের দোকানে আগুন দেয় কে-বা কারা। এ নিয়ে মামলাও করে হাসান মেম্বার। এসকল ঘটনাকে কেন্দ্র করে গত ২১শে ফেব্রুয়ারী রাতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে জিয়াউলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এরই প্রেক্ষিতে নিহত ভিকটিমের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে রাজশাহী তানোর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫/৪৯, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ। ধারা-৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হাকিম বাবু (৩৪),২। মোঃ সুফিয়ান(৩৬),৩। মোঃ শাহীন (২৫), ৪। মোঃ আবুল হাসান (৪২), এবং ৫। মোঃ রাশেল (৩০)গন উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। উক্ত মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে র্যাব-৫ এর আভিযানিক দল তৎপর রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় ০৫ আসামীকে ঢাকা ও কক্সবাজার থেকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (২৯ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) নিশ্চিত করা হয়েছে।#সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান
২৯ ফ্রেব্রুয়ারী, ২০২৪
ফোন: ০১৭৬১-৮৯৯১১৯
সম্পর্কিত খবর
সর্বশেষ
- ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন
- রাজনগরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন
- অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্যে নিষিদ্ধ রংয়ের ব্যবহার পাইকগাছায় আয়েশা বেকারির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল
- ক্ষোভ প্রকাশ প্রতিবেদকের মনগড়া বক্তব্যের নিউজে
- র্যাব-১৪ এর পৃথক ০২(দুই) টি অভিযানে ০২(দুই) রাউন্ড বুলেটসহ ১ টি বিদেশি পিস্তল এবং দেশীয় অস্ত্র উদ্ধার
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ