মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

রাজশাহী কলেজে আন্তঃবিভাগ T-20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

দৈনিক দ্বীনের আলোঃ
২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ | 106
রাজশাহী কলেজে আন্তঃবিভাগ T-20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ | 106

রাহাদুজ্জামান (রাফি) বিশেষ প্রতিনিধি,রাজশাহী বিভাগ

আজ ২৭/০২/২০২৪খ্রি. রাজশাহী কলেজ আয়োজিত আন্তঃবিভাগ T-20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব খালেদ মাসুদ পাইলট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ,
ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ আনিসুজ্জামানসহ ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ এবং সকল বিভাগের খেলোয়াড় ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি খালেদ মাসুদ পাইলট সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরণের খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। অতঃপর অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে নিয়ে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী T-20 ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, কলেজের ২৪ টি বিভাগের মোট ২৪ টি দলের অংশগ্রহণে নকআউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী দিনের প্রথম খেলায় সমাজকর্ম বিভাগ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় ডিগ্রি পাসকোর্স পদার্থ বিজ্ঞানকে ৫ রানে পরাজিত করে। আগামী ৫ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!