মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন।

দৈনিক দ্বীনের আলোঃ
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 26
পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 26

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় নবী বিবি নামে এক নারী ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য গত রবিবার হত দরিদ্রের বন্দোবস্ত নেওয়া ৩ বিঘা জমিতে চিংড়ি ঘেরের বাসাবাড়ি ভাংচুর করে ঘের দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে হাসিনা বেগম নামে এক নারী। একই ঘটনা দেখিয়ে আরেক নারী নবী বিবি লিখিত বক্তব্যে বলেন, “পাইকগাছা উপজেলার শিবেরবাটি মৌজায় ৩ বিঘা জমি ডিসিয়ার মূলে ভোগ দখলে আছি। পরবর্তীতে আমরা স্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, এসি ল্যান্ড ও ইউএনও তদন্ত করে চিরস্থায়ী বন্দোবস্তের আবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-র স্বাক্ষর শেষে জেলা প্রশাসকের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। এদিকে আমরা উক্ত জমিতে ধানসহ মৎস্য চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। একটা মহল আমাদের বিরোধীতা করে উক্ত জমি আত্মসাত বা জবর দখল করার ষড়যন্ত্র করে আসছে। আমাদের প্রতিপক্ষ হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান আমাদের দখলী জমি দাবি করে দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ভুমি অফিস জমি পরিমাপ করে আমাদেরকে জমি দখল বুঝিয়ে দেন। ওই সময় দেখা যায় হাসিনা বিবির জমির দলিলের দাগ খতিয়ান এবং আমাদের দখলীয় জমির দাগ খতিয়ান ভিন্ন ভিন্ন। তাছাড়া হাসিনা বিবির বন্তোবস্তকৃত দলিল ও দাগের জমিতে জনৈক জি,এম মাহফুজুল হক কিনু ধান্য ও মৎস্য চাষ করছেন এবং অদ্যবধি উক্ত লীজ মালিকের কাছ থেকে তারা হারীর টাকা গ্রহণ করছেন। চলতি বছর উক্ত জমিতে আমরা বাঁধ ও বাসাবাড়ি সংস্কার করে মৎস্য চাষ করছি। বর্তমানে ঘেরে মাছ ধরার উপযোগী হয়েছে। এঅবস্থায় হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান বহিরাগত গুন্ডা পান্ডা লোক নিয়ে মৎস্য ঘেরে হামলা বাসাবাড়ি ভাংচুর ও মাছ ধরে দুই লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন করে। আমি উক্ত বিষয়ে হাসিনা ও তার পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।”

error: Content is protected !!