শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

হাসপাতালে ডাক্তারের উপর হামলা, পিতা ও পুত্র আটক

দৈনিক দ্বীনের আলোঃ
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ | 239
হাসপাতালে ডাক্তারের উপর হামলা, পিতা ও পুত্র আটক
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ | 239

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,

জয়পুরহাটঃ

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে বর্হি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার জাকা কাইফের রুমে সিরিয়াল ভেঙে প্রবেশ করে এক রুগী ও তার ছেলে, ডাক্তার সিরিয়াল অনুযায়ী রোগীর সেবা প্রদানের কথা জানালে ক্ষিপ্ত হয়ে রোগীর ছেলে আক্রমণ করে ওই ডাক্তার ও তার সহকারীকে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় জয়পুরহাট ২৫০ শয্যা আধুনিক জেলা হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

তৎক্ষণিক ডাক্তার রুম ত্যাগ করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে গিয়ে বিস্তারিত জানায়।

অন্যদিকে ডাক্তার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রুমের আসবাবপত্র ভাঙচুর করে ওই রোগীর ছেলে।

পরে হাসপাতালের স্টাফ গণ ও সেবা প্রার্থীরা তাদেরকে আটক করে জয়পুরহাট সদর থানা পুলিশে সোপর্দ করেন তারা।

হামলাকারীরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার বানদিঘী গ্রামের জুয়েল আকন্দ (২৪) ও তার পিতা জসিম উদ্দিন আকন্দ।

জয়পুরহাট সদর থানার এস আই নোমান বলেন, মারপিট ও ভাঙচুরের ঘটনায় পিতা ও পুত্রকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে ডাক্তার ও তত্ত্বাবধায়কের পক্ষ থেক পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সর্দার রাশেদ মোবারক জুয়েল বলেন, আমরা উক্ত ঘটনায় দ্রুত মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

error: Content is protected !!