মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় কচু ক্ষেত থেকে-১ কৃষকের মরদেহ উদ্ধার

দৈনিক দ্বীনের আলোঃ
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ | 33
চট্টগ্রামের সাতকানিয়ায় কচু ক্ষেত থেকে-১ কৃষকের মরদেহ উদ্ধার
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ | 33

নুরুল কবির, সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের কচু ক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার(২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯’টায় উপজেলার নলুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড নলুয়ার কচু ক্ষেত থেকে মরদেহটি স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল আজিজ(৪৫) তিনি উপজেলার নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মজিদের পাড়া এলাকার মাওলানা আবদুল মজিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তির সাথে মারামারি সংক্রান্ত দ্বন্ধ ছিল আজিজের। সেই দ্বন্দ্বের কারণে আজিজকে হত্যা করা হয়েছে বলে মনে করেন পরিবারের সদস্যরা। নিহতের লাশ উদ্ধার করার সময় গলায় গামছা প্যাচানো ছিল বলে জানান স্বজনরা। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আবু সাদেক বলেন,নিহতের পায়ে একটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে শরীরে তেমন জখম নেই।ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন,নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: Content is protected !!