মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ছানা উল্লাহ’র জানাযা ও দাফন সম্পন্ন

দৈনিক দ্বীনের আলোঃ
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ | 24
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ছানা উল্লাহ’র জানাযা ও দাফন সম্পন্ন
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ | 24

মোঃ ইসমাইল স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং
হবাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার প্রবীণ রুকন,বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা,ডি আর এম জামে মসজিদের সাবেক খতিব, টিপিপি জামে মসজিদের সাবেক খতিব,পাহাড়তলী থানা মসজিদ মিশনের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও আলেমে দ্বীন মরহুম মাওলানা মোহাম্মদ ছানা উল্লাহর নামাজে জানাযা গতকাল ২৫ ফ্রেব্রুয়ারী ২৪ ইং রোজ রবিবার দিবাগত রাত শবে বরাতের রাতে বাদ এশা পাহাড়তলী হাজী ক্যাম্প জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি, শাহজাহান চৌধুরী,কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা মুহাম্মদ সেলিম পাটোয়ারী ও মরহুমের বড় ছেলে মনোয়ার হোসেন প্রমুখ।

নামাজে জানাযায় ইমামতি করেন,চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি,শাহজাহান চৌধুরী।

মরহুম মাওলানা ছানা উল্লাহ’র জানাযায় উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ডাঃ মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মকবুল আহমদ,জামায়াত নেতা অধ্যাপক আলমগীর ভুইঁয়া, নুরুল আলমসহ এলাকার বিশিষ্ট আলেম,শিক্ষক,ব্যবসায়ী,ছাত্র ,শ্রমিক সর্বস্তরের জনগণ। নামাজে জানাযা শেষে তাঁকে পাহাড়তলী হাজী ক্যাম্প সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০মিনিটে ৮২ বছর বয়সে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মাওলানা মো. ছানা উল্লাহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

error: Content is protected !!