মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

দুর্নীতি – সাংবাদিক আব্দুস সামাদ

দৈনিক দ্বীনের আলোঃ
২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ | 30
দুর্নীতি – সাংবাদিক আব্দুস সামাদ
২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ | 30

দুর্নীতি
সাংবাদিক আব্দুস সামাদ

একি সমাজের নিয়ম নীতি
চলছে বেড়েই দুর্নীতি।
সুদ ঘুষ আর অবৈধ চাঁদাবাজি
সরকারি কোষাগার থেকে চুরি ডাকাতি।
অবৈধ পৃষ্ঠপোষকতা
স্বজনপ্রীতি, চাকরি প্রবণতা।
মিথ্যে চাকুরির আশায় অর্থ আত্মসাৎ।
সত‍্যের বিনিময়ে মিথ‍্যের আবাস।

সুবিধার বিনিময়ে অসুবিধা প্রদান।
আছে যত দুরাচারী
দুর্নীতিতে প্রধান।
কতিপয় দায়িত্বশীল ব‍্যক্তি সীমাহীন,
এভাবেই বেড়ে চলে
দুর্নীতি দিন দিন।
তথ্যের অপর্যাপ্ততা, সরকারি অস্বচ্ছতা।
দুর্বল অর্থনৈতিক হিসাব- নিকাশ,
কিভাবে হইবে সত‍্যের বিকাশ।
দুর্বল আইন চর্চার অভাব
এখনো পাল্টেনি মানুষের স্বভাব।
দুর্বল গণতন্ত্র, তৎপর দু: শীল।
সুশীল ব‍্যক্তি খুঁজে পাওয়া মুশকিল।
বতর্মানে সুশিক্ষিত মেধাবী হলে
টাকা বিহীন তাদের চাকরি নাহি মেলে।
অর্থের বিনিময়ে চাকরি পায় তারা।
অবৈধভাবে দুর্নীতি করে যারা।
এমনি করে যদি বাড়ে দেশে দুর্নীতি।
কখনোই সম্ভব নয় গড়তে স্বজনপ্রীতি।

লক্ষ‍্য হবে মোদের দুর্নীতি প্রতিকার।
প্রত‍্যেক ব‍্যক্তিকেই করতে হবে অঙ্গীকার।

আসুন সবে জোট / শপথ করি
দুর্নীতিমুক্ত সমাজ গড়ি।
অর্থ পাচারকে না বলি
অবৈধ সম্পদকে না বলি
ক্ষমতার অপব্যবহারকে না বলি
অর্থ আত্নসাৎকে না বলি
জালিয়াতিকে না বলি
ডিজিটাল বাংলাদেশ
মোদের সোনার বাংলাদেশকে
সবার শীর্ষে প্রমান করি।

error: Content is protected !!