শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

পাইকগাছায় ৫’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

দৈনিক দ্বীনের আলোঃ
২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ | 25
পাইকগাছায় ৫’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ | 25

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হেলাল সরদার (২৯) ও সোহাগ গাজী (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে ২৫ফেব্রুয়ারী রবিবার দুপুর প্রায় সাড়ে ৩টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশ থেকে ৫’শ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী উপজেলার হিতামপুর গ্রামের কিসমত সরদার-এর পুত্র হেলাল সরদার (২৯) ও শিববাটি গ্রামের আলী আকবর গাজী-র পুত্র সোহাগ গাজী (২৫) গ্রেফতার। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে থাকে বলে পুলিশ জানিয়েছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, গাজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জোয়া, গাঁজা ব্যবসায়ী, চাঁদাবাজি, কাউকে ছাড় নেই। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

error: Content is protected !!