শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ইসলামিক বই পড়ার গুরুত্ব। ✒️মুহাম্মদ শেখ বাহাউদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

দৈনিক দ্বীনের আলোঃ
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ | 87
ইসলামিক বই পড়ার গুরুত্ব।  ✒️মুহাম্মদ শেখ বাহাউদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ | 87

ইসলামিক বই পড়ার গুরুত্ব।

✒️মুহাম্মদ শেখ বাহাউদ্দিন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

বই পড়ার সঙ্গে ইসলামের রয়েছে গভীর যোগাযোগ। পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ শব্দই হলো ইকরা বা পড়ো। এটি আদেশমূলক ক্রিয়াপদ। আল্লাহতায়ালা বলেন, ‘পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি মানুষ সৃষ্টি করেছেন, জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো…।’ (সুরা আলাক, আয়াত : ১-৩)

কোরআন মানবজাতির কাছে পাঠানো সর্বশেষ ঐশী গ্রন্থ। আর মহান আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনে মুসলিম জাতির ইতিহাসে সর্বপ্রথম যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, তা হলো ‘পড়ো’। জ্ঞান অর্জনের চাবিকাঠি হলো বই পড়া। এতে স্রষ্টা ও তার বিশাল সৃষ্টিজগৎ সম্পর্কে মানুষের জ্ঞান বিকশিত হয়। আর জ্ঞান অর্জন প্রত্যক মুসলিম নারী-পুরুষের জন্য ফরজ। এটা কোনো কাকতালীয় বিষয় নয় যে, ‘কোরআন’ শব্দটাও যে মূল শব্দ থেকে এসেছে, তার অর্থ পড়া, পুনরাবৃত্তি করা বা আবৃত্তি করা। কাজেই ইসলামের জ্ঞান আহরণের জন্য পড়া ইবাদতের অন্তর্ভুক্ত।

error: Content is protected !!