কবিতা °°ভালোবাসা°° লেখক শাজাহান আলি
কবিতা
°°ভালোবাসা°°
লেখক শাজাহান আলি
স্টাফ রিপোর্টার:জাকির হোসেন
ভালোবাসা পৃথিবীর সকলেই চায়,
পুরোপুরি ভালোবাসা কেহ নাহি পায়।
সৃষ্টির স্রষ্টা ও ভালোবাসা চায়,
শতভাগ ভালোবাসা সেও নাহি পায়।
আল্লাহর ভালোবাসা সকলের সেরা,
ভীষণ মায়ার জালে এ বিশ্ব ঘেরা।
আল্লাহ রাসুলের প্রেম অতি মধুময়,
এমন শ্রেষ্ঠ প্রেম আর কোথাও নয়।
কচি শিশু কেঁদে কেঁদে চায় ভালোবাসা,
মা-ই পূরণ করে শিশু মনের আশা।
ভালোবাসা চায় ওই দুঃখিনী জননী,
সে যে বড় অসহায় বিধবা রমণী।
এমন বন্ধন তবু ঘাটতি থাকে,
সাবধান কেহ যেন ভুলিও না মাকে।
অকৃত্রিম ভালোবাসা মার কাছে পাই,
মা ছাড়া অতি উত্তম অন্য কেহ নাই।
ছোটরা বড়দের ভালোবাসা চায়,
চাহিদার সমতুল স্নেহ নাহি পায়।
খেলার সাথী সহপাঠী ভালোবাসা হয়,
তা আবার কোনদিন ভোলারও নয়।
স্ত্রী স্বামীর ভালোবাসা কামনা করে,
স্বামীও অনুরূপ, প্রেয়সী স্ত্রীকে ধরে।
ভালোবেসে তার সাথে হও একাকার,
তবেই তো মন মতো ভালোবাসা তার।
মনিবের ভালোবাসা চাকরে চায়,
তার সে ভালোবাসা চাকর কি পায়?
বাড়ির পশুপাখি ভালোবাসা পায়,
প্রয়োজনে চট করে ধরে এনে খায়।
ভালবাসার কাঙাল জগতে সবাই,
প্রকৃত ভালোবাসা কোথা হতে পাই?
বাচিতে পারে না কেউ ভালোবাসা ছাড়া,
ভালবাসা জীবনের মূল গতিধারা।
সর্বশেষ
- ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন
- রাজনগরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন
- অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্যে নিষিদ্ধ রংয়ের ব্যবহার পাইকগাছায় আয়েশা বেকারির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল
- ক্ষোভ প্রকাশ প্রতিবেদকের মনগড়া বক্তব্যের নিউজে
- র্যাব-১৪ এর পৃথক ০২(দুই) টি অভিযানে ০২(দুই) রাউন্ড বুলেটসহ ১ টি বিদেশি পিস্তল এবং দেশীয় অস্ত্র উদ্ধার
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ