শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

কবিতা °°ভালোবাসা°° লেখক শাজাহান আলি

দৈনিক দ্বীনের আলোঃ
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ | 32
কবিতা °°ভালোবাসা°° লেখক শাজাহান আলি
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ | 32

কবিতা
°°ভালোবাসা°°
লেখক শাজাহান আলি

স্টাফ রিপোর্টার:জাকির হোসেন

ভালোবাসা পৃথিবীর সকলেই চায়,
পুরোপুরি ভালোবাসা কেহ নাহি পায়।
সৃষ্টির স্রষ্টা ও ভালোবাসা চায়,
শতভাগ ভালোবাসা সেও নাহি পায়।

আল্লাহর ভালোবাসা সকলের সেরা,
ভীষণ মায়ার জালে এ বিশ্ব ঘেরা।
আল্লাহ রাসুলের প্রেম অতি মধুময়,
এমন শ্রেষ্ঠ প্রেম আর কোথাও নয়।

কচি শিশু কেঁদে কেঁদে চায় ভালোবাসা,
মা-ই পূরণ করে শিশু মনের আশা।
ভালোবাসা চায় ওই দুঃখিনী জননী,
সে যে বড় অসহায় বিধবা রমণী।

এমন বন্ধন তবু ঘাটতি থাকে,
সাবধান কেহ যেন ভুলিও না মাকে।
অকৃত্রিম ভালোবাসা মার কাছে পাই,
মা ছাড়া অতি উত্তম অন্য কেহ নাই।

ছোটরা বড়দের ভালোবাসা চায়,
চাহিদার সমতুল স্নেহ নাহি পায়।
খেলার সাথী সহপাঠী ভালোবাসা হয়,
তা আবার কোনদিন ভোলারও নয়।

স্ত্রী স্বামীর ভালোবাসা কামনা করে,
স্বামীও অনুরূপ, প্রেয়সী স্ত্রীকে ধরে।
ভালোবেসে তার সাথে হও একাকার,
তবেই তো মন মতো ভালোবাসা তার।

মনিবের ভালোবাসা চাকরে চায়,
তার সে ভালোবাসা চাকর কি পায়?
বাড়ির পশুপাখি ভালোবাসা পায়,
প্রয়োজনে চট করে ধরে এনে খায়।

ভালবাসার কাঙাল জগতে সবাই,
প্রকৃত ভালোবাসা কোথা হতে পাই?
বাচিতে পারে না কেউ ভালোবাসা ছাড়া,
ভালবাসা জীবনের মূল গতিধারা।

error: Content is protected !!