শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ঈদে ৬ দিন ছুটি পাচ্ছে আমিরাতের বাসিন্দারা

দৈনিক দ্বীনের আলোঃ
২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ | 43
ঈদে ৬ দিন ছুটি পাচ্ছে আমিরাতের বাসিন্দারা
২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ | 43

মোহাম্মদ আরমান চৌধুরী

ইউ এ ই প্রতিনিধি (দুবাই)

আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য ছয় দিনের ছুটি পেতে পারে সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দারা। যদিও চাঁদ দেখার পর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তারিখ নিশ্চিত করা হবে। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাসিন্দরা।

সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যেই ২০২৪ সালের ঈদ-উল-ফিতরের ছুটির অস্থায়ী পরিকল্পনা প্রকাশ করেছে।

ঐতিহ্য গতভাবে না ঈদুল ফিতরের ছুটি হিজরি ক্যালেন্ডারের ২৯ রমজান থেকে শাওয়াল মাসের ৩ তারিখ পর্যন্ত থাকে। ইংরেজি ক্যালেন্ডারের ১০ এপ্রিল যেদিন ঈদ হয়, তবে ৯ এপ্রিল (২৯ রমজান) থেকে ১২ এপ্রিল (৩ শাওয়াল) পর্যন্ত বাসিন্দরা ছুটি পাবে। এর সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সম্ভাবনা রয়েছে ছয় দিনের ছুটি পাওয়ার।

এছাড়া ৮ এপ্রিল (সোমবার) ছুটি নিতে পারলে সম্ভাবনা রয়েছে নয় দিনের ছুটি পাওয়ার।

জ্যোতির্বিজ্ঞানের অনুমান গুলো অনুযায়ী, ১১ মার্চ রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতরের সম্ভাবনা ১০ এপ্রিল।
রমজানের সময়কাল সংযুক্ত আরব আমিরাতে ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের ছয় দিনের ছুটি থাকবে।

error: Content is protected !!