শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় সরকারি নারী কর্মচারী নিহত

দৈনিক দ্বীনের আলোঃ
২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ | 27
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় সরকারি নারী কর্মচারী নিহত
২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ | 27

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,

জয়পুরহাটঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রেশমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট- বগুড়া আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় অটো রিক্সা ও মোটর সাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রেশমা খাতুন জয়পুরহাট পৌর এলাকার নতুন হাট দেওয়ান পাড়া মহল্লার আমজাদ হোসেনের মেয়ে ও ক্ষেতলাল সহকারি ভুমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিহত রেশমা খাতুন বাবার বাড়ি নতুনহাট থেকে সহকর্মী কোরবান হোসেনের সাথে কর্মস্থল ক্ষেতলালে যাওয়ার জন্য মোটর সাইকেলযোগে রওনা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী নামক পৌছলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কালাই উপজেলা ভমি অফিসের প্রধান অফিস সহকারি কোরবানের মোটরসাইকেলের পিছনে বসা রেশমা খাতুন ছিটকে সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও রেশমা খাতুনকে বাঁচানো যায়নি।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মাহবুব হোসেন বলেন, কালাই ভুমি অফিসের প্রধান অফিস সহকারির মোটর সাইকেল ক্ষেতলাল উপজেলা সহকারি ভুমি অফিসের অফিস সহায়ক রেশমা খাতুন কর্মস্থলে যাওয়ার পথে বৃষ্টির সময় অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ সময় মোটর সাইকেল থেকে দুজনেই সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে নিয়ে আসলে রেশমা খাতুনকে মৃত ঘোষনা করেন। আর কোরবানকে হাসপাতালে চিকিৎসা চলছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

error: Content is protected !!