রাখাইন রাজ্যের মংডু অঞ্চলের সামরিক ঘাঁটি হারালো মিয়ানমারের জান্তা
মুহাম্মদ শেখ বাহাউদ্দিন
খলিফা আল্লামা আয়াজ আহম্মেদ যোবায়েরী জৈনপুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
রাখাইন রাজ্যের মংডু অঞ্চলের সামরিক ঘাঁটি হারাল মিয়ানমারের জান্তা। আরাকান আর্মি দাবি করেছে, তারা উত্তর রাখাইনে মংডু অঞ্চলের পায়ে ইওন তাউং গ্রামের সামরিক চৌকি থেকে জান্তার অনুগত সেনাদের হটিয়ে দিয়েছে। গত সোমবার তারা এর দখল নেয়। আরাকান বিদ্রোহীরা এখন ক্রমাগত রাজ্যটির রাজধানী শহর সিত্তের দিকে ধাবিত হচ্ছে। তারা জান্তার সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, আরাকান আর্মি এবং সামরিক জান্তার সংঘর্ষের সময় সেনাবাহিনী যুদ্ধবিমান থেকে বোমা ফেলে ওই গ্রামে। পরে জান্তার অনুগত সেনারা টিকতে না পেরে পালিয়ে যায়। এ সময় বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা হয়। কমপক্ষে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয় ওই চৌকি থেকে।
আবার রাখাইনের রামরি এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে সামরিক জান্তা। গ্রামগুলোতে শক্তিশালী বোমা ফেলছে সেনারা। আরাকান বিদ্রোহীরা বলছে, জান্তা গ্রামগুলো ধ্বংস করতে অবিরাম হামলা চালাচ্ছে।
আরাকান বিদ্রোহীদের দাবি, সামরিক জান্তার বিমান রামরি শহরের মিওমা বাজারে হামলা চালিয়েছে এবং তারা একটি হাসপাতালকেও লক্ষ্যবস্তু বানায়। গত মঙ্গলবার ওই হাসপাতাল লক্ষ্য করে হামলা করা হয়। এ সময় অনেক বেসামরিক বাড়িঘর ধ্বংস করা হয়।
গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি থেকে আরাকান আর্মি এবং আরও দুটি জাতিগত সশস্ত্র সংগঠনের জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ সামরিক শাসকের বাহিনীর ওপর লাগাতার আক্রমণ শুরু করে। এরপর রাখাইনে ক্রমাগত সাফল্য পায় আরাকান আর্মি। তারা রাখাইনের ম্রাউক-ইউ, মিনবিয়া, কিয়াকতা, পাউকতাউ এবং চিন রাজ্যের পালেতওয়া শহর দখল করে নেয়। অনেক ঘাঁটি ও চৌকি দখল করে নেয়। এখন আরাকান আর্মি রাথিডংয়ে আক্রমণের ধার বাড়িয়েছে। অন্যদিকে সিত্তে শহরে থাকা সামরিক বাহিনীর আঞ্চলিক অপারেশন কমান্ডকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে আরাকান বিদ্রোহীরা। জান্তার অনুগত সেনারা আরাকান আর্মিকে রুখতে সেতু উড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- শ্রীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন মিথ্যা তথ্যে সংবাদ প্রচার বিল্লাল বেপারী
- চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডসেটিং অতিষ্ঠ জনজীবন
- নওগাঁয় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
- কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল
- চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ