শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

দুবাই বিমানবন্দর ৯ কোটি যাত্রীকে আতিথেয়তা দিয়েছে।

দৈনিক দ্বীনের আলোঃ
২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ | 26
দুবাই বিমানবন্দর ৯ কোটি যাত্রীকে আতিথেয়তা দিয়েছে।
২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ | 26

মোহাম্মদ ওসমান চৌধুরী

ইউ এ ই প্রতিনিধি (দুবাই)

২০২৩ সালে ৮ কোটি ৭০ লাখ যাত্রীকে আতিথেয়তা দিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা আগের বছরের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। বিমানবন্দরটিতে গত বছর যাত্রী সংখ্যা বৃদ্ধিতে চতুর্থ প্রান্তিকের বড় ভূমিকা ছিল।

কারণ বছরের শেষের দিকে কপ২৮ সম্মেলনসহ বেশকিছু ইভেন্টের কারণে অঞ্চলটিতে আকাশপথে যাত্রী গমনাগমন বেড়েছিল। ২০২২ সালে দুবাই বিমানবন্দরে ৬ কোটি ৬০ লাখ যাত্রীর সমাগম ছিল।

গতকাল এক টুইটে দুবাইয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রেসিডেন্ট শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন,এমন ব্যতিক্রমী পারফরম্যান্স দুবাইয়ের প্রতিশ্রুতি পালনের নেতৃত্বের বহিঃপ্রকাশ।

২০২৩ সালে প্রান্তিকওয়ারি হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে বিভিন্ন সময় চূড়ান্ত সংখ্যা নিয়ে পূর্বাভাস সংশোধন করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নভেম্বরে দেয়া পূর্বাভাসে বলা হয়, ৮ কোটি ৬৮ লাখ যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করবে। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে পূর্বাভাসের সে প্রতিফলন দেখা গেছে।

গত বছরে সফলতার পর চলতি বছরও ব্যস্ত ট্রাফিক আশা করছে দুবাই সরকার। প্রাথমিক পূর্বাভাস অনুসারে, ২০২৪ সালে ৮ কোটি ৮৮ লাখ যাত্রীকে আতিথেয়তা দেয়ার আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ, যা হাবটিকে ২০১৮ সালের সর্বোচ্চ ট্রাফিক ৮ কোটি ৯১ লাখের খুব কাছাকাছি পৌঁছে দেবে।
শেখ আহমেদ বলেন, উৎকর্ষের মাত্রা ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে যাত্রীদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে দুবাই, যা বিমানবন্দর পরিষেবা গুলোকে ক্রমাগত নতুন করে সংজ্ঞায়িত করছে।

তিনি আরো বলেন,আমাদের ‌অর্থনৈতিক এজেন্ডা ডি৩৩ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দশকে পর্যটন ও ব্যবসার জন্য দুবাইকে বিশ্বের শীর্ষ তিন শহরের একটিতে পরিণত করতে চাই। এরই মধ্যে বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচল কেন্দ্র ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য পছন্দের গেটওয়ে হিসেবে শহরটির জনপ্রিয়তা বাড়ছে।

error: Content is protected !!