শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

বড়লেখায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দৈনিক দ্বীনের আলোঃ
২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ | 27
বড়লেখায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ | 27

অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার রাত ১২টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে বড়লেখার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে।

পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বড়লেখা উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।এরপর একে একে উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, পৌর পরিষদ,থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা ক্রীড়া সংস্হা,ভূমি অফিস, যুবলীগ ও ছাত্রলীগ,সেচ্ছা সেবকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

error: Content is protected !!