মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

মানিকছড়ি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দৈনিক দ্বীনের আলোঃ
২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ | 26
মানিকছড়ি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ | 26

মুহাম্মদ শেখ বাহাউদ্দিন

খলিফা আল্লামা আয়াজ আহম্মেদ যোবায়েরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতির কেন্দ্রের পক্ষ থেকে একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার সকাল ৯ টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে মানিকছড়ি উপজেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে।

পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

একুশের ৯টা ১ মিনিটে মানিকছড়ি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।এরপর একে একে মানিকছড়ি উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, পৌর পরিষদ,থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা ক্রীড়া সংস্হা,ভূমি অফিস, যুবলীগ ও ছাত্রলীগ,সেচ্ছা সেবকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা, শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন চট্টগ্রামের গৌরব আল্লামা আহমাদুল হক, সম্মানিত খতিব মানিকছড়ি মডেল মসজিদ ইসলামিক সংস্কৃতি কেন্দ্র।

error: Content is protected !!