মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

ইমাম ইমাম সম্মেলন।

দৈনিক দ্বীনের আলোঃ
২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ | 64
ইমাম ইমাম সম্মেলন।
২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ | 64

✒️মুহাম্মদ শেখ বাহাউদ্দিন

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
—————-
খাগড়াছড়ির মানিকছড়িতে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত সকল ইমামদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইমাম সম্মেলন।
সোমবার ১৯ (ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকার সময় মানিকছড়ি উপজেলা মডেল মসজিদের হল কক্ষে উক্ত আলোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মোঃ মঈনুল হকের সঞ্চালনায় ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ ইউসুফ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সামায়ুন ফরাজি সামু, মডেল মসজিদের খতিব আল্লামা মোঃ আহমদুল হক।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা মোঃ জসিম উদ্দিন, মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নুরুল কবির, মহামনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জসিম উদ্দিন খান আল্লামা আয়াজ আহম্মেদ যোবায়েরী হুজুরের খলিফা মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন ,মানিকছড়ি ইমাম ওলামা সমিতির সভাপতি মাওলানা মোঃ আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ, উপজেলা পর্যায়ে সকল ইমামবৃন্দ সহ স্হানীয় নেতৃবৃন্দ।
প্রধাণ অতিথি তার বক্তব্যে বলেন ইমাম হচ্ছে সম্মানি ব্যক্তি তারা আল্লাহর বানী ও নবী রাসূলের পথে চলার জন্য সকলে অনুপ্রাণিত করেন।তাদের সু-চিন্তিত ইসলামিক আলোচনার মধ্য দিয়ে সমাজে অন্যায় বেবিচার থেকে মানুষকে দুরে রাখতে সাহায্য করে।
তাই তিনি সকল ইমামদের প্রতি শ্রদ্ধা রেখে বলেন,মসজিদে দেশ বিরোধী কোনো ধরনের ওসকানি মূলক বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার জন্য সকলকে অবহিত করেন ।
পরিশেষে উক্ত সভার সভাপতি উপজেলার সকল ইমামকে ঐক্যবন্ধ হয়ে কাঁধেকাধ মিলেয়ে চলার আহবান জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।

error: Content is protected !!