মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

শ্রীবরদীতে পুলিশের  প্রশংসনীয়  উদ্যোগ হেলমেট ও লাইসেন্স থাকলেই মিলছে ফুল  

দৈনিক দ্বীনের আলোঃ
২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০২ পূর্বাহ্ণ | 27
শ্রীবরদীতে পুলিশের  প্রশংসনীয়  উদ্যোগ হেলমেট ও লাইসেন্স থাকলেই মিলছে ফুল  
২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০২ পূর্বাহ্ণ | 27

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদীতে ট্রাফিক আইন বাস্তবায়নে

জনসাধারণের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে

ফুল নিয়ে সড়কে নেমেছে পুলিশ।

শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে হেলমেট পরিহিত লাইসেন্সধারী মোটরসাইকেল আরোহী

বৈধ লাইসেন্সধারী   সিএনজি সহ বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে

ফুলের  স্টিক  বিতরণ করা হয়।

১৯ শে ফেব্রুয়ারি সোমবার সকালে

পৌর শহরের ব্যস্ততম  চৌরাস্তা মোড় এলাকায়

ব্যতিক্রমী   চালকদের মাঝে ফুল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীবরদী থানার   জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ ওসি

কাইয়ুম খান সিদ্দিকী।

পরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুইশত যানবাহনের চালকদের মাঝে ফুল তুলে দেন থানা

পুলিশের  সদস্যরা।

এসময়  জনসাধারণের উদ্দেশ্য ওসি কাইয়ুম খান  সিদ্দিকী বলেন

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

ট্রাফিক আইন মেনে সচেতন ভাবে গাড়ি চালালে

দুর্ঘটনার অনেকাংশ কমে যাবে।

চোখে ঘুম নিয়ে গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি থাকে। প্রতিযোগিতা নয় সাবধানে গাড়ি চালাতে হবে সবাইকে। শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগমের দিকনির্দেশনায়

বিআরটির বৈধ  লাইসেন্সারি চালকদের মাঝে  আমরা ফুল বিতরণ করছি।

পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসময় থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক  চৌকস মো আকতারুজ্জামান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!